১৪আগষ্ট সোমবার বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম।প্রেস বিজ্ঞপ্তির দেয়া তথ্য মতে জানা যায় ১০আগষ্ট দিবাগতেচ রাতে বোচাগঞ্জ থানার ৪নং আটগাও ইউনিয়নের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন নীল কান্ত রায়ের ধান ক্ষেতেছ শ্রী গনেশ ভট্রাচার্য্যকে কে বা কাহারা হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
এই ঘটনার পরিপ্রক্ষিতে বোচাগঞ্জ থানা পুলিশ ও ডিবি হত্যার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে।পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম এর সরাসরি দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের পরিকল্পনায় বোচাগঞ্জ থানার অফিসার ইন চার্য আবু বক্কর সিদ্দিক রাসেলের নেতৃত্বে ডিবির ইনচার্য মনিরুজ্জামান মন্ডলের ও এস আই নাজমুল হুদা সহ সংগীয় ফোর্স ১৪ আগষ্ট বোচাগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মানিকপুর এলাকার দীর্ঘনাথ রায়ের ছেলে শ্রী মাধব চন্দ্র রায় (২৫)কে গ্রেফতার করে। মামলার ঘটনা সুত্রে জানা যায় ধৃত আসামী মাধব চন্দ্র রায় সহ তার সংগীয় দুইজন মৃত গনেশ চন্দ্র নিয়ে মানিকপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে পাওনা টাকা আদায়ের বিষয় আলোচনা করতে করতে এক পর্যায়ে মাধব চন্দ্র ইট দ্রারা গনেশকে বুকে আঘাত করে এবং তার সংগীয় অপর দুই আসামী ইট দিয়ে মাথায় এবং মেহগনিগাছের ডাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রেখে যে যার বাড়ী চলে যায়।হত্যাকান্ডের সাথে জড়িত অপর আসামীদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।হত্যার অপরাধে ঘটনা সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় এবং যাহার মামলা নাম্বার ০৬।