দিনাজপুরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র (পুরাতন রিভলবার) উদ্ধার করা হয়েছে ।
শুক্রবার (৪অক্টোবর ) সকালে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার পৌরসভাধীন বাঁশহাটির পূর্ব দক্ষিন কোনে গন শৌচাগারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন রিভলবারটি উদ্ধার করা হয় ।
এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর মিডিয়া ফোকাল পয়েন্টর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আনোয়ার হোসেন বলেন সেনাবাহিনী কর্তৃক গৃহীত অস্ত্র সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানা ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালিয়ে বোচাগঞ্জ পৌরসভার বাঁশহাটি এলাকায় একটি গন শৌচাগারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন রিভলবারটি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র (পুরাতন রিভলবার)জব্দ তালিকা মুলে জব্দ করা হয়েছে ।