নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শনিবার (১৫ জুলাই) বিকালে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনে নুরুইল বিল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব বলেন। হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগ কখনই কোনো বৈদেশিক চাপ অনুভব করে না। যারা দেশে এসেছেন তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত হয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। এখন এই প্রতিনিধি দল, যারা তাদেরকে প্রভু মনে করেন, তারাই এখন বিপদে পড়েছে। এখন নির্বাচনে যাওয়ার চাপ সামলানো তাদের জন্য কঠিন। তাদেরকে নির্বাচনে আসতেই হচ্ছে। আর নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে।
হুইপ আরও বলেন, নির্বাচনে জনগণ যাদের রায় দেবেন তারাই সরকার গঠন করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণ যদি আমাদের রায় প্রদান করে তাহলে আমরা রাষ্ট্র পরিচালনা অব্যাহত রাখব। আর আমাদের যদি জনগণ রায় প্রদান না করে, তাহলে শেখ হাসিনা এক মিনিটের জন্যও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না।
বগুড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, আমরা আশা করছি, অচিরেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। সে কারণেই এই নুরুইল বিল পরিদর্শন করতে আসা।
পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।