রাজশাহীর চারঘাটে গত বছর ঈদ উপলক্ষে আতশবাজি নিয়ে সংঘর্ষে আশিক ইসলাম নামে এক যুবকের
মৃত্যু হয়। এ মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে তিনজন তাৎক্ষণাৎ আটক করে চারঘাট মডেল থানা পুলিশ। ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূলহোতা ও এই মামলার প্রধান আসামি আশিক আলী। তবে বিভিন্নভাবে অনুসন্ধান চালাতে থাকে থানা পুলিশের একটি টিম। এরমধ্যে দীর্ঘদিন যাবত আদালতে হাজির না হওয়ায় আদালত আশিক আলীকে আটকের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার পরিপেক্ষিতে গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে প্রায় দেড় বছর পর এ মামলার প্রধান আসামি আশিক আলীকে (২০) আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
ধন্যবাদ Asp Charghat ও OC Charghat কে। সঠিক দিকনির্দেশনা না পেলে হয়তো আটক করা যেত না এই হত্যাকারী কে।