নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) চাটখিল উপজেলা শাখার পক্ষ থেকে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ - ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) বিকেলে উপজেলার স্কাই ভিউ চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের হল রুমে 'সামাজিক দায়বদ্ধতা; গড়ে উঠুক আধুনিক সাংবাদিকতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) চাটখিল উপজেলা শাখার সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তিলায়াত করেন মাওলানা আক্তার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান বাবর, সোয়েব হোসেন ভুলু, আবু তৈয়ব, মামুন হোসেন, দিদারুল আলম, কামরুল কানন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন বাঁধন, শেখ ফরিদ, অমলেশ ভট্টাচার্য পলাশ, সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম এমপি জাতীয় সংসদে সাংবাদিকদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে কথা বলার প্রতিশ্রুতি প্রদান করেন।
১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে