ব্যবসায়িকে রাস্তার পাশে বালি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
নোয়াখালীর চাটখিলের খিলপাড়া বাজারের ৯ মে (মঙ্গলবার) মোবাইল কোর্ট পরিচালনা করে খিলপাড়া ইউনিয়নের কামার বাড়ির দরজা, রহিম হাজীর বাড়ির দরজা ও অন্যান্য স্থানে রাস্তা/ব্রিজের উপর বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় খিলপাড়া বাজারের সিয়াম স্টোরের মালিক বালু ব্যবসায়ী ইকবাল হোসেনকে এ দন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, চাটখিল বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা বালু, ইট ও গাছ ফেলে রেখে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে যা একদিকে সৃষ্টি করে জনদুর্ভোগ এবং অন্যদিকে পরিবহন চলাচলে ঝুঁকি বাড়ায়। এ ধরনের বেআইনি কাজ বন্ধে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে