কুমিল্লা চৌদ্দগ্রামে পৌর এলাকায় গত কাল রাতে পচরা বেপারী বাড়িতে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা করে,নিহতরা হলেন দুবাই প্রবাসী আনোয়ার হোসেন এর স্ত্রী নিপা আক্তার(২৭)ও পুত্র আলী আহছান মুজাহিদ (৮) খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসে, সকালে তর্থটি নিচিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা,পুলিশ জরিত সন্দেহে জিজ্ঞাসা বাদ করা জন্য ২জনকে গ্রেফতার করে।গ্রেফতার কৃতরা হলে মইনুল হাছান(শুভ)ও আবদুল্লাহ আল মামুন,নিহত নিপা আক্তারের বাবা জালাল আহম্মদের অভিযোগ, তার জামাই আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে মইনুল হাছান(শুভ) ও আবদুল্লাহ আল মামুন জমি জামা বিরোদ্রের জের দরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে,মঙ্গলবার রাত ৯টার দিকে মামা শুশ্বর বাড়িতে দাওয়াত খেতে যায় নিপা ও তার ছেলে , ঐসময় হত্যাকরাী ঘরে ঢুকে টয়লেটে লুকিয়ে থাকে,রাতে নিপা বাড়িতে এসে তার ছেলেকে নিয়ে গুমিয়ে পড়ে,আনুমানিক রাত আড়াই টার দিকে দাড়ালো অস্র দিয়ে কুপিয়ে যখম করে,এ সময় তাদের চিৎকার আসে পাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত ডাক্তার নিপাকে মৃত্য গোসনা করে, ও ছেলে আলী আহছান মুজাহিদ কে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। নিহতের পরিবার ও এলাকাবাসি গ্রেফতার কৃতদের ফাঁসি দাবি জানায়।
৩ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে