কুমিল্লা চৌদ্দগ্রামে স্বামী বাহরাইনের উদ্দেশ্যে রাত ১১টায় রওনা হয়েছে..নিহত জান্নাতুল ফেরদৌস[২৩] টুম্পা,
উল্লেখ্য, টুম্পার স্বামী গত ২৮ জুলাই বাহরাইন থেকে বাংলাদেশ এ আসে,টুম্পা তাকে রিসিভ ও করে আনে।তার স্থানীয় বাড়ি অত্র ইউনিয়ন এর বড়পুস্কুরনী এলাকায়।সেখান থেকে ২৯ শে জুলাই সকাল ১০ টায় টুম্পাসহ তার বাবার বাড়ি খাজুরিয়া আসে,এই বলে যে তার (খুনি সাইফুলের)নতুন সিম কিনার জন্য আইডি কার্ড লাগবে।তাই টুম্পা সহ একসাথে দুপুরের খাবার খেয়ে প্রবাসে থাকাকালীন যত কাগজপত্র আছে সব নিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়।একপর্যায়ে সন্ধ্যার সময় টুম্পা অসুস্থ,এই কথা বলে সি এন জি যোগে সে আবার খাজুরিয়ায় নিয়ে এসে টুম্পার মা এবং বড় ভাবীকে সাথে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, পরে সাইফুল ঝামেলার ভয়ে কুমিল্লা নেয়ার নাম করে এম্বুল্যান্স যোগে টুম্পার লাশ বাবার বাড়ি খাজুরিয়া তে রেখে এম্বুল্যান্স এর ভাড়া দিয়ে আসি একথা বলে সে পালিয়ে যায়।পরে আর তার সাথে যোগাযোগ করার চেস্টা করলে ও তা হয়নি।উল্লেখ্য সে আগেই টুম্পার মোবাইলটা হাসপাতাল থেকে নিয়ে নেয়।টুম্পার এক ছেলে সন্তান (তাহান(৫))রয়েছে,এবং টুম্পা এবার বি বি এস ২য় বর্ষের পরীক্ষার্থী ছিলো।
টুম্পা চৌদ্দগ্রাম থানার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়ন এর খাজুরিয়া গ্রামের কাজী শফিকুর রহমানের মেয়ে।
১ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে