কুমিল্লা চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেনসিডিলসহ আবদুস সবুর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সবুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজলনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র। সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক এ কে এম মুনিরুল আলম। জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সবুরকে আটক করা হয়। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও চট্টগ্রাম’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৩ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে