কুমিল্লা চৌদ্দগ্রাম থানার একটি সিএনজি চুরির মামলার সূত্র ধরে কুমিল্লা ডিবির একটি টীম এসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন এবং এসআই/ সৈয়দ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল’সহ চোরাই কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরন্জামাদি উদ্ধার করেন। এ সংক্রান্তে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয় দুপুর ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি টিমটি প্রথমত কোতয়ালী মডেল থানাধীন খেতাসার এলাকা হতে সক্রিয় চোর চক্রের সদস্য ০১। হেদায়েত উল্লাহ @ মনির(৩৮)কে আটক করে। তার দেওয়া তথ্যমতে কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউপির গোলাবাড়ী বাজারস্থ (ধর্মনগর চৌমুহনী) হারুন ম্যানশন মার্কেট থেকে আসামী ০২। মোঃ জালাল উদ্দিন (৪০) কে তার নিজ গ্যারেজ হতে আটক করে এবং তার জিম্মা হতে ০৬ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।উক্ত আসামীর দেওয়া তথ্যমতে মুরাদনগর থানাধীন বাখরানগর হতে আরো ০৩ জন যথাক্রমে ০৩। মোঃ অহিদুর রহমান @ অহিদ (৩২) ০৪। নাছির উদ্দিন (২৬) ০৫। মোঃ সোহেল (৩৫) ০৬। মোঃ তৌকির হোসেন(৩২)দেরকে একটি রেজিঃ নম্বর বিহীন চোরাই সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার করে।পরবর্তীতে অভিযানের ধারাবাহিকতায় চোর চক্রের সদস্য ০৭।মোঃ ইমদাদুল হক @ জাহাঙ্গীর (৫০)কে দেবিদ্বার থানা এলাকা থেকে এবং ০৮। আবু তাহের কে চান্দিনা থানাধীন মহিচাইল এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ০৯। মোঃ রুকুনুজ্জামান (৪২), ১০। মান্নান মিয়া (৫২), ১১। মোঃ ফজলু মিয়া (৪০) এবং ১২। মোঃ বাবুল সরকার (৪৬)গনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মান্নান মিয়া(৫২) এর দাউদকান্দি মডেল থানাধীন তুজারভাঙ্গার গ্যারেজ হতে ০৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা এবং মোঃ বাবুল সরকার এর হোমনা থানাধীন কাশিপুরস্থ গ্যারেজ হতে ০৩টি অটোরিক্সা ও ০২টি মোটর সাইকেল এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সমূহ উদ্ধার করা হয়।উক্ত চোরাই সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই/ বিল্লাল হোসেন বাদী কোতয়ালী থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-১২/১০/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাড়ী চুরি প্রতিরোধ কল্পে এই ধরনের অভিযানের পাশা-পাশি অস্ত্র, চোরাচালান ও মাদককারবারী এবং তাদের মদদদাতাদের গ্রেফতার ও সনাক্তকরণে অভিযান অব্যাহত আছে।
৩ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে