কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বানিজ্যিক রাজধানীখ্যাত ঐহিত্যবাহী মুন্সিরহাট বাজারে শুভ উদ্ভোধন হলো “জোলাভাতি” ফুড, কপিশপ এন্ড জুসবার। রোববার (৩১শে ডিসেম্বর) বিকেলে এ উদ্ভোধন উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে মুন্সীরহাট বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগদান করেন। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খিরনশাল ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জাফর আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব বেলাল হোসাইন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানান “জোলাভাতি” ফুড, কপিশপ এন্ড জুসবারের মালিক মুহা. বাবর মোল্লা।
“জোলাভাতি” ফুড, কপিশপ এন্ড জুসবারে যেভাবে যাবেন- ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল অফবিট সংলগ্ন নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম-মুন্সীরহাট সড়ক হয়ে মুন্সীরহাট বাজারে যেতে হবে। নবগ্রাম রাস্তার মাথায় মুন্সীরহাটের সিএনজি ষ্ট্যান্ড রয়েছে। সিএনজিযোগে মুন্সীরহাট বাজারে গেলে মুন্সীরহাট মোল্লা মার্কেট এবং মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন “জোলাভাতি” ফুড, কপিশপ এন্ড জুসবারের অবস্থান।
এখানে যা যা পাবেনঃ “জোলাভাতি” ফুড, কপিশপ এন্ড জুসবারের মালিক মুহা. বাবর মোল্লা জানান, প্রতিদিন দুপুর থেকে খাবার পরিবেশনের কার্যক্রম শুরু হবে। দুপুরের মেন্যুতে রয়েছে- চিকেন বিরিয়ানী, বিফ বিরিয়ানী, পোলাউ মুরগী, স্পেশাল হাঁসের মাংসের সাথে পোলাউ কিংবা রুটি, বিকেলের মেন্যুতে রয়েছে পাস্তা, চিকেন পাস্তা, চিকেন নুডলস, বার্গার, স্যান্ডউইচ, স্পেশাল ফিস বারবিকিউ, চিকেন বারবিকিউ।
১ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে