আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়াবাজার, বাবুর্চি বাজার, চৌদ্দগ্রাম বাজার এলাকায় মহাসড়কের ফুটপাথে থাকা শতাধিক দোকান উচ্ছেদ ও জানজট নিরশনে সচেতনমূলক লিফলেট বিতরণ, মোটর সাইকেল চালকদের হেলমেট পরিধানসহ মাইকিং করে জনগণকে সচেতন করা ও সেবা সাপ্তাহ উপলক্ষে বিভিন্ন গাড়ির চালককে প্রশিক্ষণ কর্মশালার আওতায় এয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ এস এম লোকমান হোসেন জানান, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সাপ্তাহ ব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।এ সময় তিনি চালকদের ট্রাফিক আইন, সঠিক গতিসীমা মেনে গাড়ি চালানোর জন্য উদ্বুদ্ধ করাসহ ঘুম ঘুম চোখে ও একাধারে পাঁচ ঘণ্টার অধিক সময় গাড়ি না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
৩ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে