উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক.

চৌদ্দগ্রামে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক.

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল হাশেম(৪৮) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে একই গ্রামের শাহিন নামের এক যুবকের বিরুদ্ধে। নিহত আবুল হাশেম উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ওমান প্রবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ওই গ্রামের কৃষি জমিতে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মুল অভিযুক্ত মোঃ শাহিন(৩৬) কে আটক করে। তিনিও একই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) মোঃ মনিরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত শাহিন গত কয়েকদিন আগে ওই গ্রামে উত্তরবঙ্গের এক শ্রমিককে মারধর করে। এ ঘটনায় একই গ্রামের সাইদুল নামে এক যুবক প্রতিবাদ করে। এরই জের ধরে বুধবার সকালে শাহিন ধারালো ছুরি নিয়ে সাইদুলকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে সাইদুল বিষয়টি একই গ্রামের আবুল হাশেমকে অবগত করে। আবুল হাশেম বিষয়টি জানার জন্য শাহিনের কাছে গেলে কিছু বুঝে উঠার আগেই শাহিন এলোপাতাড়িভাবে আবুল হাশেমকে ছুরিকাঘাত করে। তার আত্মচিৎকার শুনে আশ-পাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত শাহিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে শাহিনকে আটক শেষে থানায় নিয়ে আসে।
নিহত আবুল হাশেমের মাতা জাহানারা বেগম বলেন, ‘ফজর নামাজ পড়ে আমার ছেলে বাড়ির পাশে একটি চায়ের দোকানে নাস্তা করছিলেন। এ সময় শাহিন নামে এক যুবক সাইদুল নামে অপর যুবককে ছুরি নিয়ে ধাওয়া করে। বিষয়টি আমার ছেলে জানতে পেরে শাহিনকে নিবৃত্ত করার জন্য পাশ^বর্তী একটি জমিতে গেলে শাহিন সেখানে আমার ছেলে হাশেকে ছুরিকাঘাতে হত্যা করে। আমি এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি’।
ইউপি সদস্য আমির হোসেন বলেন, ‘অভিযুক্ত শাহিন দীর্ঘদিন যাবৎ উশৃঙ্খল আচরণ করে আসছে। সে নানা সময় বিনা কারণে উত্তরবঙ্গের শ্রমিকদের মারধর করতো। গত দুইদিন আগেও শাহিন উত্তরবঙ্গের এক শ্রমিককে ব্যাপক মারধর করে। আমাদের গ্রামের সাইদুল নামে এক যুবক এ নিয়ে প্রতিবাদ করলে শাহিন ক্ষীপ্ত হয়ে বুধবার সকালে সাইদুল হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে ধাওয়া করে। খবর পেয়ে আবুল হাশেম শাহিনকে শান্ত করার চেষ্টা করলে কিছু বুঝে উঠার আগেই আবুল হাশেমকে ছুরিকাঘাতে হত্যা করে’।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) মোঃ মনিরুজ্জামান বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আবুল হাশেম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত শাহিন নামে এক যুবককে এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক শেষে আমাদের হাতে সোপর্দ করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে’।

আরও খবর