হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন বিপ্লব হাসান পলাশ। আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের এ মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন। বর্তমানে ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসন থেকে নির্বাচিত আলহাজ্ব মোঃ জাকির হোসেন এমপি। বর্তমানে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী জাকির হোসেন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সেই স্থানে এবার দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এডভোকেট বিপ্লব হাসান পলাশকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পরায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছায় ও অভিনন্দনে ভাসছেন এই আ‘লীগ নেতা। এ নিয়ে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের ভোটারদের মাঝে আনন্দের জোয়াড় বইছে। সেই সাথে নির্বাচনী এলাকার মানুষ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। জানা গেছে, এডভোকেট বিপ্লব হাসান পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য। এ নিয়ে তার এলাকাসহ বিভিন্ন স্থানে আনন্দের জোয়ার বইছে।
১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
১৯ দিন ১৪ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৪ দিন ৫৭ মিনিট আগে
৩৫ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে