কুড়িগ্রামের চিলমারীতে আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা হয়েছে, বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবসের। চিলমারীতে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধের শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে, এতে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম। পরে একে একে উপজেলা পরিষদ, চিলমারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালন ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণ করেন, চিলমারী মডেল থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্যারেড ও ডিসপ্লেতে অংশ নেয়।