হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের চিলমারীতে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর বিছানা ভেঙ্গে মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছেন। সরকারী হাসপাতালের বিছানা ভাঙ্গার ঘটনায় চিলমারীবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালের সার্বিক অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মাঝে। আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার সময় সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বিছানা ভেঙ্গে যাওয়ার ঘটনাটি ঘটেছেন। ভুক্তভোগী রোগীর নাম মোছাঃ নুরনেছা বেগম (৫৫)। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া গ্রামের বাসিন্দা বলে জানাযায়। আজ সকালে তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ভর্তি হয়েছেন বলে জানাযায়। মোছাঃ নুরনেছা বেগম জানান, ঘাড়ব্যাথা নিয়ে আজ সকালে হাসপাতালে এসে ভর্তি হন। এরপর যখন ওই বিছানায় তাকে দেয়া হয়। তখন থেকেই নড়বড়ে অবস্থায় ছিলো। সন্ধার দিকে তার ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এ সময় সামান্য ব্যাথা পান বলে জানান তিনি। তবে হাসপাতালের সার্বিক অবকাঠামোর এমন অবস্থা হওয়ায় অনেকের মাঝে নানা ধরনের প্রশ্ন উঠেছেন। বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম বলেন, আমি ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।
১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ দিন ১৮ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৩৫ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে