কুড়িগ্রামের চিলমারীতে এক অভিভাবককে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না দেওয়ায়, চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ঐ কর্মচারীর (জসিম উদ্দিন) মাথা ফেটে যায় বলে জানা গেছে। পরে তাকে তাত্ক্ষণিক ভাবে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। আজ মঙ্গলবার সকালে (২০ ফেব্রুয়ারি) আনুমানিক ৯.৪০ মিনিটে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ওই কর্মচারির নাম জসিম উদ্দিন। তিনি ঐ বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী হিসাবে কর্মরত আছেন। জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরিক্ষার ইংরেজি (প্রথম পত্রের) দিন সকাল নয়টা থেকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দেন কেন্দ্র সচিব মোঃ তৈয়ব আলী। সচিবের নির্দেশ অনুযায়ী গেটের দায়িত্ব পালন করছিলেন ঐ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারী জসিম উদ্দিন ও শফিকুল ইসলাম বাদল। এ সময় রমনা মডেল ইউনিয়নের টোনগ্রাম এলাকার, জাফর হোসেনের ছেলে এনামুল হক নিজেকে অভিভাবক বলে দাবি করে, জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে গেটের দায়িত্বরতদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে এনামুল হক তার হাতে থাকা মোবাইল দিয়ে মাথায় আঘাত করে ও ধাক্কা দিয়ে জসিম উদ্দিনের মাথা ফেটে দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শাহাজাহান আলী। পরে তাকে সেখান থেকে ছেড়ে দেন। পরে অভিযুক্ত এনামুল হক সেখান থেকে সটকে পড়েন বলে জানা যায়। এবং ছাত্রলীগ নেতা শাহাজাহান আলী অভিযুক্ত এনামুল হক, তার আপন জ্যাঠাতো ভাই বলে জানা গেছে। ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, উনি (এনামুল) পরীক্ষার্থী না, তবে কোনো কারণ ছাড়াই কেন্দ্রে ঢুকতে চাইলে আমরা বাধা দিই। এবং এক পর্যায়ে আমার ওপর চড়াও হয়ে মারধর ও হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে সেখানে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাথায় দুুটি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে অভিযুক্ত এনামুলকে খুঁজে পাওয়া যায়নি। ফলে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শাহাজাহান আলী বলেন, 'এনামুল হক আমার আপন চাচাতো ভাই হয়। তার ছোট বোন ঐ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তাকে কলম দেওয়ার জন্য যেতে চাইছিল এনামুল, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেটে দায়িত্বরত জসিম উদ্দিনের মাথা ফেটে যায়। তবে বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী জানান, বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, কেন্দ্র সচিব তৈয়ব আলীকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
১ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ২৩ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে