কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চতুর্থ বারের মত আয়োজিত "দ্বিজেন্দ্র কুমার দেব নারু স্মৃতি অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১লা ফেব্রুয়ারি-২০২৪ থেকে ১৩ই ফেব্রুয়ারি-২০২৪ পর্যন্ত, ভিন্নচোখ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে চলমান সাংস্কৃতিক ইভেন্টের চতুর্থ আসরের সমাপ্তি ঘটেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলিপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উলিপুর পৌরসভার মেয়র মোঃ মামুন সরকার মিঠু, দ্বিজেন্দ্র কুমার দেব নারুর সুযোগ্য পুত্র দেবাশীষ দেব, ভিন্নচোখ ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য মিনহাজ আহমেদ মুকুল, শিক্ষক শ ম আল মামুন সবুজ, জাহাঙ্গীর আলম সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।এসময় ৪ টি বিষয়ের ৮ টি সেগমেন্টের মধ্যে কবিতা আবৃত্তিতে রেডিও চিলমারী অনুষ্ঠান উপস্থাপক এম এস আরিফ সহ মোট ১৭ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।