নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

চিলমারীতে নদী ভাঙ্গন ঠেকাতে, স্থানীয় জনগণের উদ্যোগে বাঁধ নির্মানের কাজ শুরু

চিলমারীঃ নদী ভাঙ্গন ঠেকাতে, স্থানীয় জনগণের উদ্যোগে বাঁধ নির্মানের কাজ শুরু
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী ইউনিয়নকে নদী ভাঙ্গনের হাত থেকে ঠেকাতে, গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু করেছেন স্থানীয় জনগণ। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহায়তায় ভাঙ্গন ঠেকাতে, ইউনিয়নের পশ্চিম পাশে প্রায় ৩কি: মি: এলাকা জুড়ে চলছে গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ। আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী। সরকারের কাছে সাহায্যসহ ভাঙ্গন থেকে বাঁচার জন্য দাবি জানান স্থানীয় জনগণরা। 
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারনে সারা বছর ভাঙ্গছে নদী, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। ফলে প্রতি বছর হাজার হাজার একর জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। ভাঙ্গনে বাড়ি-ঘর, জমি-জমা সব হারিয়ে নিঃস্ব হচ্ছে শতশত পরিবার। এমন কি ভাঙ্গন থেকে রক্ষা পাচ্ছে না, চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন ও। দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গণ হলেও ভাঙ্গন ঠেকাতে তেমন কোন কাজ হয়নি, কাজ না হওয়ায় এই ইউনিয়নের চেয়ারম্যান এলাকাবাসীর নিকট সহযোগিতা চেয়েছেন। এলাকাবাসীরা শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। আর ভাঙ্গণ ঠেকানোর কাজ শুরু হওয়ায়, অনেক খুশি হয়েছেন নদী ভাঙ্গন কবলিত এলাকার জনগণ। উক্ত ইউনিয়নের বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, আমরা নদী ভাঙ্গনের কারনে অনেকই একে বারে নিঃস্ব হয়েছি। সরকারি ভাবে নদী ভাঙ্গন ঠেকাতে কোন কাজ না হওয়ায়, আমরা এলাকার জনগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে নদী ভাঙ্গন ঠেকাতে কাজ করায় আমরা অনেক খুশি হয়েছি। কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী রোকেয়া ইসলাম বলেন, বেম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এই নদী ভাঙ্গন ঠেকাতে বাঁধ তৈরী করা হচ্ছে। আমার বিশ্বাস বেম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যাপক ভাবে সফল হবে। এই প্রযুক্তি ব্যবহার করে স্বল্পব্যায়ে নদী ভাঙ্গণ ঠেকাতে সফল হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, নদী ভাঙ্গনের কারনে আমার ইউনিয়নের হাজার হাজার পরিবার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন ও ৪টি ওয়ার্ড নদী ভাঙ্গনের ঝুকিতে আছে। বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে আমার ইউনিয়নসহ পাশ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের ৭/৮হাজার পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙ্গণ থেকে রক্ষা পাবে। আমার জন্মস্থান এটা, আমি চেষ্টা করব চরাঞ্চলের মানুষের সব ধরনের সমস্যা সমাধানে তাদের পাশে থাকতে। অবহেলিত চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে ২টি কমিউনিটি ক্লিনিক, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি জুনিয়র হাই স্কুল, মসজিদ ও মাদ্রাসাসহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলী জমি। দীর্ঘ ২৫ বছর এই ইউনিয়ন এবং পাশ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবার একই সঙ্গে বসবাস করে আসছেন। কিন্তু গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরের প্রায় ১ হাজার একর আবাদি জমি ও প্রায় ২শতাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বসতভিটা এবং আবাদি জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিবার গুলো। অবশেষে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ভাঙ্গন ঠেকাতে, গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন এলাকাবাসী। এর আগে শুক্রবার কাজের উদ্বোধন করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, ইউনিয়ন পরিষদের সকল  সদস্যসহ স্থানীয় অনেক জনগণ উপস্থিত ছিলেন।

আরও খবর