হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ করে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায় । এতে দুই পরিবারের চারটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় প্রায় সাড়ে তিন লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গতকাল বিকেলে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের, হাসানের চর এলাকায় কৃষক মুমিন ও আলমের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন, অষ্টমির চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল মোল্লা। তিনি বলেন, ঈদের আগ মুহুর্তে এ ঘটনায় তারা খুবই অসহায় হয়ে পড়েছেন। জানা গেছে, হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মুমিনের শোয়ার ঘরসহ তিনটি ঘরের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রথমে পাশের বাড়িতে (আলমের) একটি ঘরে আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুমিনের বাড়িতে থাকা তিনটি ঘরে আগুন লেগে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরে আগুন নিভানো সম্ভব হয়েছে বলে জানা যায় । এসময় মুমিনের প্রায় আড়াই লাখ টাকা ও আলমের ৭০-৮০ হাজার টাকা মুল্যের জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি গতকালই শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি আবেদন দিতে বলেছি। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ দিন ১৮ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৩৫ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে