বর্ষীয়ান সাংবাদিক, যায়যায়দিন চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য, দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি...রাজিউন।
২৯ সেপ্টেম্বর ( শুক্রবার) তিনি কক্সবাজারে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে গিয়ে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে এবং লাইফ সাপোর্টে রাখা হয় । সন্ধ্যা সাড়ে ৬টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।
হেলাল উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর আকস্মিক মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী , চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি , সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
৬ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৩ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯০ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৯১ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে