চট্টগ্রাম কালুরঘাট নতুন সেতুর কাজ আগামী বছর শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
১৬ অক্টোবর ( সোমবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের অংশ কালুরঘাট সেতুর মেরামত কাজ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।
এ সময় রেলমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ‘কালুরঘাটে নতুন সেতুর। আশা করি আগামী বছরে আনুষ্ঠানিকভাবে নতুন সেতুর কাজ শুরু হবে। এখানে ডাবল লাইন রোড এবং রেল ব্রিজ, ডাবল লাইন ডুয়েল গেজ থাকবে। একই ব্রিজের উপরে সড়কও থাকবে ফোর লেন। সেটি না হওয়া পর্যন্ত এই ব্রিজটি যাতে আমরা ব্যবহার করতে পারি, সেভাবে এটিকে তৈরি করা হচ্ছে। সেতুটির সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে মূল সেতুতে প্রবেশ না করে পৃথক লেন দিয়েই পথচারীরা কর্ণফুলী পারাপার করতে পারবে বলে জানিয়েছেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, কালুরঘাট সেতুতে রেল ও অন্যান্য যানবাহন চলাচল করত। এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল। আমরা সেতুটি মজবুত করে নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করেছি এবং নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছি।
সংস্কারের পর বর্তমান কালুরঘাট সেতুতে আরো ২০ বছর ট্রেন চলতে পারবে জানিয়ে রেলমন্ত্রী সুজন বলেন, ‘দেশের অন্য অঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য এই কালুরঘাট ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি অতিক্রম করেই এই রেলপথ যাবে। এটি অনেক পুরনো ব্রিজ। আমাদের যে লোকোমোটিভ (ইঞ্জিন) ছিল, সেটি ১২ টনের ছিল। অনকে ঝুঁকিপূর্ণ ছিল এই ব্রিজটি। এ কারণে সেতুর স্ট্রেংথ বাড়ানোর কাজ চলছে। এর উপর দিয়ে আমাদের মিটারগেজ যে ইঞ্জিন ১৫ টন চলে, এটি চলতে পারবে। আগামী ২০ বছর এটার উপর দিয়ে ঝুঁকিমুক্তভাবেই ট্রেন চলতে পারবে।’
এসময় মন্ত্রী সেতুর চলমান সংস্কার পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথের দোহাজারী-হারবাং অংশ ট্রলি যোগে পরিদর্শন করেন। এ সময় রেলমন্ত্রী বলেন, আগামী ২ নভেম্বর এই রেলপথে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানো হবে। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
৬ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
৬৫ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯০ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৯১ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে