চট্টগ্রামে ইপিজেড থানার সিমেন্স হোস্টেল এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে বিজেএমইএ হাসপাতালের অদূরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন।
তিনি বলেন, ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। এ সময় দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে, গতকাল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
৬ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৬৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯০ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৯১ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে