সারাদেশে বিএনপির- জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রাম নগরীর ইপিজেড, সিটি গেইট ও দামপাড়া এলাকায় পৃথক পৃথক স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬ টার দিকে চট্টগ্রামে ইপিজেড থানার সিমেন্স হোস্টেল বিজেএমইএ হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। এ সময় দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এছাড়া মঙ্গলবার সকালে নগরীর সিটি গেট এলাকায় প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রের মতে এ সময়ে ঘটনাস্হল থেকে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘আমরা সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিটি গেটের কাছে পাকা রাস্তার ওপর থেকে ৭টি ককটেইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।’
এদিকে নগরীর বাকলিয়া এলাকায অবরোধের সমর্থনে মিছিলের সময় বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করেছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ৩০ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
৬ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৩ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৫ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৯০ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
৯১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে