ছয় দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। নেতৃবৃন্দ বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে পত্রিকা মালিকরা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা, নিয়মিত ইনক্রিমেন্ট, মহার্ঘভাতা ও চাকরি শেষে ন্যায্য পাওনা থেকে সাংবাদিকদের বঞ্চিত করা, নিয়োগপত্র না দেয়া ও পরিকল্পিতভাবে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির সুরাহা না করা হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ দাবি করেন।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সিইউজের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিট চিফ স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিট চিফ সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট চিফ মোঃ তৌহিদুল আলম ও ডেপুটি ইউনিট চিফ দীপঙ্কর দাশ।
সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম. নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ ও নির্মল চন্দ্র দাশ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, দৈনিক পূর্বকোণ ইউনিট চিফ মিহরাজ রায়হান, দৈনিক পূর্বদেশ ইউনিট চিফ জীবক বড়ুয়া, দৈনিক পূর্বকোণ ইউনিটের ডেপুটি চিফ নাজিম উদ্দিন, প্রতিনিধি ইউনিটের ডেপুটি চিফ ওমর ফারুক। সমাবেশে অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, নির্বাহী সদস্য আইয়ুব আলী।
১০ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৭১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯৩ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে