জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

চট্টগ্রাম আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিক্ষা কেন্দ্রে বোর্ড সদস্যকে প্রবেশে বাধা

চট্টগ্রাম আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

 

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও ডিএইচএমএস ফাইনাল পরীক্ষার শুরু হয়েছে। নগরীতে তিনটি কলেজ হলো,আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, চকবাজার। চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল কাজীর দেউরী ও ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ফিরিঙ্গী বাজার । বাংলাদেশ প্রকৃতি বোর্ড ও পরীক্ষা কমিটির অনুমোদনক্রমে দেশের সবগুলি বিভাগে অনুষ্ঠিত ডিএইচএমএস ফাইনাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব দেয়া হয়েছে স্ব- স্ব বিভাগের বোর্ড সদস্যবৃন্দকে এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ কিছু সিনিয়র কর্মকর্তাকে। তারি ধারাবাহিকতায়  চট্টগাম বিভাগের দায়িত্ব বোর্ড সদস্য  ডাঃ একেএম ফজলুল হককে নগরীর তিনটিসহ মোট ছয়টি কেন্দ্রর দায়িত্ব দেয়া হয়।বোর্ড সদস্য ডাঃ একেএম ফজলুল হক সোমবার সকাল ১১ টায় আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল চকবাজারে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান  ।  এসময়  পরীক্ষা কেন্দ্রের  সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার ফেরদৌস আরা বেগম ডাঃ একেএম ফজলুল হককে নানা অজুহাতে কেন্দ্র পরিদর্শনে বাধা দেয় বিশেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি শিক্ষার রেফারেন্স দিয়ে বলেন আপনি কোন অবস্হায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে পারবেন না। 

এ প্রসঙ্গে ডাঃ একেএম ফজলুল হক গণমাধ্যম কে বলেন -  আমি ১১ টায়  চকবাজারআ জিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল  পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে কেন্দ্রে সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার ফেরদৌস আরা বেগম আমাকে কেন্দ্রে  প্রবেশে বাধা দেয়। তখন আমি বলি 

  ,  আমার কাছে চিঠি আছে এবং বাংলাদেশের হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য কেন্দ্র পরিষদ পরিদর্শনের জন্য আমাকে চিঠি দেয়া হয়েছে। উনি এ বিষয়ে কোন ভ্রুক্ষেপ না করে আমাকে প্রায় এক ঘন্টা ওনার রুমে বাসিয়ে রাখেন। পরে হোমিওপ্যাথি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের হস্তক্ষেপে আমাকে পরিদর্শনে ঢুকতে দেয়। তখন  আমি দেখি প্রত্যেক হলে নকলের  মহোৎসব চলছে।  আমি হল পরিদর্শকদেরকে নকলসহ কয়েকজনের খাতা ধরিয়ে দিয়। এক্সপেল করার জন্য বলি তারা আমার কথায় কর্ণপাত করেনি।  তিনি  নকলের সহযোগিতা করতে আমাকে কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে। সরকারের নকল মুক্ত পরীক্ষা কেন্দ্র এবং নকলের ক্ষেত্রে জিরো টালায়েন্স বাস্তবায়ন করতে গিয়ে আজ আমি উক্ত কলেজের কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মিসেস ফেরদৌস আরা বেগমের কাছে বাধা প্রাপ্ত হই এবং উনি আমাকে নাজেহাল করেন 

  এ বিষয়ে  কেন্দ্রের  সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার ফেরদৌস আরা বেগম এর মোবাইলে নাম্বারে একাধিকবার ফোন করলেও সাড়া মিলেনি।


আরও খবর