মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আরো বলেন - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পরিচালিত অপারেশন জ্যাকপট হচ্ছে নৌ-সেক্টরেস ফলতম একটি গেরিলা অপারেশন। এটি ছিল স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে একটি আত্মঘাতী অপারেশন। বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরী চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে গেরিলা অপারেশন পরিচালানা করে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সৃষ্টিতে অবদান রেখে গেছেন। তার এই কৃতিত্ব জাতির কাছে অবিস্মরনীয় হয়ে থাকবে। তাই আমি আবু মুছা চৌধুরীর বীরত্বের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাচ্ছি। এসময় আবু মুছা চৌধুরীর বীরত্ব যেন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয় এ আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার ( ১১ অক্টোবর ) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. অনুপম সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আরো বলেন - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশ স্বাধীন হবে, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষ খেয়ে পড়ে বাঁচবে, বাংলাদেশ সোনার বাংলা হবে। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে অগ্রযাত্রাকে যাতে বাধাগ্রস্থ করতে না পারে সে জন্য যারা এখনো দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চালাচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সুতরাং দেশ বিরোধী শক্তির বিরোদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বদিউল আলম শাহ, রাখাল চন্দ্র বণিক প্রমুখ।
১১ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭৩ দিন ২৭ মিনিট আগে
৭৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৯৪ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৯৬ দিন ৯ মিনিট আগে