বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব শুরু হয়েছে ।
১৪ অক্টোবর ( শুক্রবার ) বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন
করেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.অনুপম সেন।
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক, সাংবাদিক রাশেদ রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, ওপার বাংলার বিখ্যাত লেখক রতনতনু ঘাটী , ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায় , প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও মানবাধিকার সংগঠক সৈয়দ সিরাজুল ইসলাম কমু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পথ খুঁজছে শিশুসাহিত্য শীর্ষক প্রবন্ধ পড়ে আলোচনার ঝড় তুললেন শিশুসাহিত্যিক আনজীর লিটন।
এই বইমেলায় মোট ১২টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। সেগুলো হলো : কথাপ্রকাশ, চন্দ্রাবতী একাডেমি, আদিগন্ত, বাঙালি, শৈলী, শব্দশিল্প, প্রজ্ঞালোক, অক্ষরবৃত্ত, রাদিয়া, শালিক, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি। মেলায় ৩০% কমিশনে বই বিক্রি হচ্ছে। তবে শৈলী প্রকাশন ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক দামে বই কেনার সুযোগ রয়েছে এই মেলায়।
প্রতিদিন বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ৮টা। ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা।
১১ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৮ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৩ দিন ২৫ মিনিট আগে
৭৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৯৬ দিন ৬ মিনিট আগে