গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪ বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নাসার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা

ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পদকে ভূষিত হলেন কবি নাজমুন নাহার নাজু


ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম কর্তৃক  সৃজনশীল সাহিত্য, সম্মাননা পদকে ভূষিত হলেন এ সময়ের প্রতিশ্রুতিশীল কবি নাজমুন নাহার নাজু। 

২৬ ও ২৭ এপ্রিল  সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদ মুসলিম হলে  আন্তর্জাতিক সাহিত্য ফোরাম  মিশিগান  আমেরিকা কর্তৃক আয়োজিত  দু-দিন ব্যাপি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কবির হাতে এপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইলিয়াস উদ্দিন বিশ্বাস।   

কবি নাজমুন নাহার নাজু,, "সৃজনশীল  ক্যাটাগরিতে"  এ পদকে ভূষিত হন। উক্ত অনুষ্ঠান দেশ বিদেশের বেশ কয়েকজন কে সাহিত্যের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয় । 

কবি নাজমুন নাহার  নাজু বি সি আই সির পরিচালনাধীন চট্টগ্রাম আনোয়ারা সি ইউ এফ এল স্কুল ও কলেজে  শিক্ষকতা পেশায় নিয়োজিত  আছেন। 

  ১৯৬৬ সালে ৭ ই নভেম্বর তার জন্ম,   বাবা মরহুম ডাক্তার মোঃ আব্দুল বারী ,  মাতা  ময়ফুলের নেছা,  স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেন।

তিনি ছোট থেকেই বিভিন্ন স্বনামধন্য লেখকদের বই পড়তে গল্প, উপন্যাস, কবিতা লিখতে ভালবাসতেন বর্তমানে  তিনি অনলাইনের বিভিন্ন গ্রুপের  সাহিত্য সংগঠক ও পেইজে  লেখালেখির সাথে জড়িত। 

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ  যৌথ মোট,, ১৫ টি। একক,, ০১টি,, একক বইটির নাম,,, ইচ্ছের বসতি। 

   সাত বোন দুই ভাইয়ের মধ্যে তিনি  সবার বড়। তাঁর দুই সন্তান,, এক ছেলে, এক মেয়ে। তাঁর বাবার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানায় অবস্থিত। স্বামীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অবস্থিত।

এ পদক প্রাপ্তিতে চট্টগ্রাম আনোয়ারা সি ইউ এফ এল স্কুল ও কলেজের   সিনিয়র  শিক্ষিকা কবি নাজমুন নাহার  বলেন  - ইউ এস সাহিত্য সম্মেলনের,সাহিত্যে বিশেষ অবদানের জন্য সৃজনশীল,, ক্যাটাগরিতে  সংগঠনের পক্ষ থেকে বিশিষ্টজনের বিচারে,,, সৃজনশীল পদক প্রাপ্ত হয়ে অশেষ আনন্দিত,,সত্যি বলতে কোন শ্রমই বৃথা যায় না। শুধু দরকার একাগ্রতা,একনিষ্ঠতা, অধ্যবসায় এই বয়সে এসেও তার প্রমাণ পেলাম। সম্মেলনের স্মারক,,২ তাঁর লেখা "স্মৃতি",,নামে ভ্রমণকাহিনী, লেখাটিও  অন্তর্ভুক্ত  করা হয়।  গত বৎসর জাতীয় সাহিত্য মঞ্চ থেকে তাঁর লেখা,,",ইচ্ছের বসতি " বইখানি ও সেরা বইয়ের  তালিকায় পুরষ্কারে ভূষিত হয়েছিলো।

  তিন বলেন,,  আমি আমার এই অর্জন আমার আমার পরিবারের মা, ভাই বোন ছেলে মেয়ে বউকে এবং আমার সুপ্রিয় পাঠকদের উৎসর্গ করলাম।

আরও খবর