শিশু নির্যাতন নিয়ে কক্সবাজারে নির্মিত হল, ছোট নাটিকা অর্পণা। আগন্তুক অপুর পরিচালনা ও কাহিনীচিত্রে নির্মিত হল, এই ছোট নাটিকাটি। নাটিকাটার দৃশ্যায়ন হয়েছে মূলত শিশুদের প্রতি নির্যাতনের গল্প নিয়ে। নাটিকাটি দৃশ্য ধারণ করেন- তপ্ত দাশ ও তার সহকারী চিত্রগ্রহণে ছিলেন প্রসেনজিত দেব। নাটকটির সম্পাদনার কাজ করেন শৈলেশ ধর। নাটকটি অভিনয় করেন- ধ্রুব রাসেল, মুক্তা দেবী, সেনোরিটা ও প্রত্যয় দাশ টনি। ড্রোন পরিচালনা করেন প্রিয় মিজান। নাটকটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সুজন শর্মা জন ও কারিগরী সহায়তায় ছিলেন- জনি ধর, সুমন দাশ, বিপুল সেন, প্রীতম ধর, হিমাদ্রী দত্ত সহ অনেকে। ছোট নাটিকাটি আসছে আগামী ০২/১০/২০২৪ইং তারিখে মহালয়ার দিন রংবেরং পেইজে। নাটকটি নিয়ে নাটকের কলাকৌশলীরা খুব আশাবাদি। তারা মনে করেন নাটকটি সমাজের শিশু সহ নারীদের নির্যাতনগুলোকে প্রতিরোধ করতে সহায়তা করবে। নাটকটির পরিচালক আগন্তুক অপু জানান, ব্যস্ততম শহরটাতে দিনের পর দিন সহিংসতা, নির্যাতন বেড়েই চলেছে। এগুলোকে আমাদের যে যার অবস্থান থেকে প্রতিহত করতে হবে। তা না হলে এটি এক সময় এমনভাবে রুপ নিবে, যেটি একটি দেশের ভাবমূর্তি নষ্ট করে দেয়ার জন্য যতেষ্ট হয়ে পড়বে। তাই আমাদের উচিত, এগুলোকে শক্ত হাতে দমন করা। তিনি নাটকটি নিয়ে আরো বলেন, বর্তমানে জিনিস পত্রের দাম উর্ধ্বগতি হওয়ার ধরুণ, একি পরিবারের স্বামী-স্ত্রী দুজনকেই অর্থ উপাযর্নের ব্যবস্থা করতে হচ্ছে। যার কারণে তারা তাদের সন্তানদের ঠিকমতো যত্ন নিতে পারছেন না। কিন্তু তারা যে বা যাদেরকে বিশ্নাস করে তার সন্তানের দায়িত্ব যার হাতে তুলে দিচ্ছেন, সে বা তারা কতটা আপনার সন্তানের জন্য নিরাপদ। তাই প্রত্যেক বাবা-মার উচিত তার সন্তানদের সঠিক যত্ন নেয়া। ছোট নাটিকাটির পরিচালক সবাইকে অনুরোধ জানান তার নাটকটি দেখার জন্য। তিনি তার ছোট নাটিকাটির জন্য, সকলের নিকট ভালোবাসা কামনা করেন।
২ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩১ দিন ২৯ মিনিট আগে