কক্সবাজারের কোর্ট বিল্ডিং এলাকায় সাইদুল ইসলাম ফরহাদ নামে এক সাংবাদিকের উপর হা'ম'লা করেছে দূ'র্বৃ'ত্ত'রা। এ সময় তার মোবাইলফোন ছি'নি'য়ে নেয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
হা'ম'লা'র শি'কা:র সাইদুল ইসলাম ফরহাদ ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাইদুল ইসলাম ফরহাদ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ এসে মোবাইল ছি'নি'য়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে মা'র'ধ'র করে মোবাইল ছি'নি'য়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় স'ন্ত্রা'সী'রা।
সাইদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন, পেশাগত কারণে টেকনাফের একটি তথ্য সংগ্রহে ওখানে যান তিনি। হঠাৎ করেই একদল লোক হা'ম'লা চালিয়ে ফোনটি ছি'নি'য়ে নিয়ে গেছে। এরমধ্যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। এরা মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মা'ম'লা'র এজাহার জমা দেয়া হয়েছে।
২ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩১ দিন ৩৪ মিনিট আগে