১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কক্সবাজারে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র—পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে তিনদিন ব্যাপী চলবে এই কর্মসূচী। প্রথমদিন মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলে এই কর্মসূচী। আয়োজিত কর্মসূচীতে নেতৃবৃন্দ সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান।
নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, নদী/খাল খনন, বাধ, ইমারত নির্মাণসহ টপেগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরীপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কিন্তু সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁদের অধীনস্থ অফিসসমূহে উপ—সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।
ইতোপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাশকৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা ব্যস্তবায়ন হয়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব—অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।
আগামী ৩ অক্টোবরের মধ্যে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি) এর কক্সবাজার জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।
২ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১ দিন ৩১ মিনিট আগে