কক্সবাজারের কলাতলী বীচ এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করা চক্রের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
বুধবার (১০ অক্টোবর) রাতে ডলফিন মোড় সংলগ্ন একটি হোটেল থেকে এদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) মো.কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেট করে ছিনতাই, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলো একটি সংঘবদ্ধ চক্র। এমন খবর পেয়ে এ বিষয়ে তদন্ত শুরু করে র্যাব, এবং পরে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ নুরুচছফা (২৬), মোঃ রুবেল (২০), মাহমুদুল হাসান (২০), মোঃ আয়াছ (১৯), মোঃ রমজান (২০), এবং মোঃ রফিক (১৯)। তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি লোহার শাবল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা পর্যটকদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করতো এবং অনেক ক্ষেত্রে তাদের আটকিয়ে মুক্তিপণ আদায় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
২ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩১ দিন ২৬ মিনিট আগে