মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শবর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি ফুলবাড়ীতে সাবেক পুলিশ সদস্যের বাড়ির দরজা-জানালা ভাঙচুর, থানায় অভিযোগ কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির বিশেষ বাস সার্ভিস ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অভয়নগরে ভাঙ্গা গেট বাজারে বিক্ষোভ অনুষ্ঠিত শ্রীধরপুর ইউনিয়ন ইমাম পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীর দৌলতদিয়ায় ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিলে জনতার ঢল। মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায় সরকারি ও বেসরকারি খাতে জবাবদিহিতার বৈষম্য: শাস্তিমূলক ব্যবস্থার বাস্তবতা ও প্রভাব নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল

চট্টগ্রামে বড় ভাইয়ের বাসা থেকে ছোট বোন স্বর্ন অলংকার টাকা নিয়ে উধাও



নোয়াখালী সেনবাগ উপজেলার  চাঁদ পুর গ্রামের তেলিপুকুর সংলগ্ন ভূঞা বাড়ীর জালাল আহমদের ছোট বোন পারভীন আক্তার কে নুর নবীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ  করা হয়,আমি জালাল আহমেদ বড় ভাই হিসেবে বোনের সকল ধরনের  আবদার পূরণ করার জন্যে চেষ্টা করি। তারই সুবাদে ছোট বোন পারভীন আক্তার  চট্টগ্রামে এনায়েত বাজার আমার ভাড়া বাসায় আসে ছোট বোন পারভীন আক্তার বোনের বর নুর নবী,  বোনের ছেলে ফারুক  ও ফরহাদ  ফিরোজ সবাই পারভীন আক্তারের চক্ষু চিকিৎসা করানোর জন্যে গত ২৮ শে জুলাই শুক্রবার তার বড় ভাই জালাল আহমেদ এর বাসায় যায়। সেখানে প্রায়  ১১ দিন যাবত অবস্থান করেন এবং সেখানে চক্ষু চিকিৎসা করায়, তারা হলেন    জালাল আহমেদের ছোট বোন , ভগ্নিপতি এবং ভাগ্নে এই সুবাদে তাহাদের প্রতি বড় ভাই জালাল আহমেদ কোন সন্দেহ ও আশাংকা  ছিলোনা। গত ০৯ ই আগস্ট রোজ বুধবার জালাল আহমেদ এর অজান্তে তার কলেজ পড়ুয়া মেয়েকে ফুশলিয়ে বিভিন্ন কলা কৌশলে তার  ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা এবং সাত ভরি স্বর্ন অলংকার সহ তাদের গ্রামের বাড়ীর উদ্দেশ্য রওনা হয়,  মেয়ে ও কোচিং সেন্টারের যাওয়ার নাম বলে ঘর থেকে বের হয়ে আসে এদের সাথে এক হয়ে গ্রামের বাড়ীতে নোয়াখালী সেনবাগে বোনের সাথে তার বাড়ীতে চলে যায়, এরপর  দুপুর ১২ টার সময় বাসায় ফিরার কথা  বাসায় না ফিরায়,  আমি কোচিং সেন্টার যাই।  কোচিং সেন্টার বন্ধ থাকায় আমি দিশা হারায় হয়ে যায়।  আমি মেয়ের বান্ধবীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা বলেন সেই আজকে পড়তে কোচিং সেন্টারে আসে নাই।  আমি দিশা হারা হয়ে চারদিকে খোজা খুঁজি শুরু করি।  আমার ছোট বোন কে মুঠোফোনে যোগাযোগ করলে তারা বলেন  কান্নার অভিনয় করে বলে  তাদের সাথে আসে নাই  , আমি খোজা খুঁজি চলমান রাখি এক পর্যায়ে ১০ শে আগস্ট বৃহস্পতি বার কোতয়ালি থানায় জিডি করি জিডি নং-১০১৬। আমি কোচিং সেন্টারের শিক্ষক মাহবুবের এর সাথে

যোগাযোগ করলে ঐ শিক্ষক তার ফেসবুক আইডির মেসেঞ্জারে ছাত্রীদের উদ্দেশ্য  গ্রুপে মেসেজ দেয়  সুরাইয়া জাহান কে খুঁজে পাওয়া যাচ্ছে না । তার পিতা মাতা খুবই চিন্তিত ও কান্না কাটির মধ্যে আছে। তোমরা কেউ সুরাইয়া জাহান এর সন্ধান ফেলে অতি তাড়া তাড়ি আমার মুঠো ফোনে জানাও, তখন ঐদিনে কিছু সময় পর নাম প্রকাশের অনিচ্চুক এক ছাত্রী বলেন তার কোচিং সেন্টারের শিক্ষক কে বলেন স্যার তার পিতা মাতা কে বলেন সেই চট্টগ্রামে নাই।  তাদেরকে গ্রামের বাড়ীতে খুঁজতে  বলেন।  তাৎক্ষণিক ভাবে আমি নিশ্চিত হই আমার বোন ও ভাগ্নে সহ চক্রান্ত করে নিয়ে আসে আমি তখন চট্টগ্রাম থেকে সেনবাগে উদ্যেশে রওনা হই এবং বোনের বরের বাড়ী চাঁদপুর তেলিপুকুর সংলগ্ন ভূঞা বাড়ীতে যাই,  তখন দেখি তাদের ঘরে দরজা তালা ঝুলানো তখন তাদের ঘরের দরজার সামনে মুঠোফোনে কল করলে সেই বলে তার ছেলেদের কে খুঁজে পাচ্ছে না।  এবং তাদের মোবাইল নাম্বার বন্ধ আমি বোনকে বলি কোথায় তুমি আমার সাথে দেখা কর বোন তখন বাড়িতে আসে এদিকে জিডির সূত্র ধরে সেনবাগ থানার পুলিশের  সহযোগিতা চাই। তখন সেনবাগ থানায় পুলিশ কর্মকর্তা রঞ্জিত এর নেতৃত্বে উনিসহ এদের বাড়ীতে যাই তখন বোন কান্নার অভিনয় করে বলে আমিও তো আমার ছেলেদেরকে পাচ্ছি না। তখন পুলিশ এবং বাড়ীর লোকজন সহ বোন ও বোনের বর কে বলেন আজ সন্ধ্যার ভিতরে তোমার ছেলে দেরকে হাজির কর এবং ঘটনা কি হয়েছে আমরা দেখবো এরপর তারা ছেলেদের খুঁজার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর মেয়ের বাবা ৪ নং কাদরা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের স্বপন মেম্বার কে এই বিষয় জানালে মেম্বার বাড়ীর লোকজন সহ এদের পুরো পরিবার কে খোজার চেষ্টা চালায়,  কিন্তু কোনো খবর পাই নাই। এদিকে মেয়ের বাবা ৪ নং কাদরা  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গিয়াসউদ্দিন ভূঞা বরাবরে তার স্বর্ন অলংকার টাকাসহ মেয়েকে অপহরণ করছে আশাংকা মনে করে একটা মামলা দায়িল করেন। যাহার মামলার নং - ৬৪/২০২৩। জালাল আহমেদ সেনবাগ উপজেলার প্রেসক্লাবকে জানান তারা সংঘবদ্ধ ভাবে টাকা পয়সা চুরি  এবং মেয়ে অপহরণ হয়েছে বলে এদেরকে ধরিয়ে দিন।  প্রশাসনের সহযোগিতা চায়,এই দিকে মেয়ের বাবা মেয়ের সাথে কোন প্রকার যোগাযোগ করতে না পারায় মেয়ের বড় ধরনের খতি হয়ে যাওয়ার আশংকা আছে বলে মনে করেন।

Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৩৫২ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৩৬৭ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে