এমটিইএফ-এর ফাদে ফেলে প্রায় ১৯ লক্ষাধিক টাকা হাতিয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের প্রবাসী হিরনের স্ত্রী নাছিমা আক্তার।
এ ব্যাপারে দেবিদ্বার থানায় অভিযোগ দিয়েছেন এক ভোক্তভোগী
অভিযোগ সূত্রে জানা যায় বুড়িরপার গ্রামের আক্তার হোসেন নামের এক যুবককে লোভ দেখিয়ে গত ২৭শে জুলাই একটি এন জি ও থেকে ১লক্ষ ১০হাজার টাকা কিস্তি তুলে এম টি এফই নামে অনলাইন এপসে ইনভেস্ট করায়, এবং আরো ৪০/৪২ জনকে সপ্তাহিক ও মাসিক ১০থেকে ২০হাজার টাকা লাভের লোভ দেখিয়ে১৯লক্ষাধিক টাকা ইনভেস্ট করায়, কিন্তু গত ১৩ই আগষ্ট উক্ত এমটিএফই নামক এপসটি অনলাইন থেকে উধাও হয়ে যাওয়ায়, মামলার বাদী সহ আরো যারা এই এপসের মাধ্যমে টাকা ইনভেস্ট করেছে তারা নাছিমার বাড়িতে গেলে তাদের হুমকি সহ সবকিছু অস্বীকার করে উলটো তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেয়,এ বিষয়ে মামলার বাদী আক্তার বলেন আমি কিস্তি তুলে ১লক্ষাধিক টাকা ইনভেস্ট করি আমি এখন দিশেহারা, কই যাবো মন স্থীর করতে পারছিনা, এ বিষয়ে স্থানীয় আরেকজন রড সিমেন্ট ব্যাবসায়ী কাউছার জানায় আমি অভিযুক্ত নাছিমার পরামর্শে প্রথমে ৭/৮লাখ টাকা ইনভেস্ট করি, আমার পরিচিত অনেককে দিয়ে প্রায় ৬০/থেকে ৭০লাখ টাকা ইনভেস্ট করি, সেই টাকার বিষয়ে তার সাথে কথা বলতে গেলে সে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দেয়, অভিযুক্ত নাছিমা এলাকায় সুদের ব্যাবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত, আমি প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন আমরা থানায় অভিযোগ পেয়েছি, তদন্ত সহকারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
৯০ দিন ৫৭ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪৭ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬১ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৩৩ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৩৪০ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৮১ দিন ৫৮ মিনিট আগে
৩৮৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে