ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগে কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে এখন পর্যন্ত কোথাও বদলির আদেশ জারি হয়নি। তাকে রংপুরে বদলি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা গুজব।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এরপর অনেকে তার আদেশের কপি এডিট করে ফেসবুকে সানজিদার বদলি নিয়ে গুজব ছড়াচ্ছে, যা সত্যি নয়।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সানজিদাকে রংপুরে বদলি করা হয়েছে। অবশ্য এর আগে, বরখাস্ত হওয়া এডিসি হারুনকে এদিন রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপরই সানজিদার বদলির বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে, ডিএমপি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বদলি করা না হলেও সানজিদাকে বর্তমান কর্মস্থল থেকে সরানো হতে পারে। বিসিএস ৩৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি শাহবাগ থানায় নিয়ে গিয়ে ছাত্রলীগ নেতা নির্যাতনসহ ব্যক্তিগত বিষয়ের বিবাদে বিভিন্ন সংবাদমাধ্যমে স্বামীর পক্ষে
৩০৩ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩০৫ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৩২৮ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৩৬ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৭৩ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৮১ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪০৮ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে