জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

মাদকের টাকার জন্য খুন করা হয় সুকুরকে

কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় ভোররাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নবাবগঞ্জের সবজি বিক্রেতা মো. সুকুর (৪২)। মূলত মাদকের টাকার জন্য ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে সুকুরকে হত্যা করে ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- ইমন (২৫), রুবেল (৩২), মো. দিপু (২২), মো. মন্টু (২০) ও মো. হানিফ (২৮)। গত ২৪ ঘণ্টায় টানা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ, ডিএমপি ও রাজশাহী থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইসগিয়ার ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুরে আলম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। মাদকের টাকার জোগাড় করতে এরা বিভিন্ন সময় ছিনতাই করে থাকে। দিনের বেলা ঘুমিয়ে কাটিয়ে দেয়। রাতের বেলা নির্জন স্থান বা সড়কে এরা ছিনতাই করে থাকে। ছিনতাই করার সময় এদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সবজি বিক্রেতা সুকুর।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, নিহত সুকুরের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চর মধুচরিয়া আগলা এলাকায়। তিনি এলাকায় সবজি বিক্রি করে সংসার নির্বাহ করেন। ১ সেপ্টেম্বর ভোররাতে শ্বশুরবাড়ি সিরাদিখান থেকে রাজধানীর শ্যামবাজারে আলু ও পেঁয়াজ কেনার জন্য রওনা হন। সিএনজিযোগে এসে নামেন কেরানীগঞ্জের কদমতলীতে। এরপর রিকশা নিয়ে আমবাগিচা খালপাড় হয়ে বুড়িগঙ্গার তীরে যাওয়ার সময় গদু মাস্তানের মাজারের সামনে রিকশার গতিরোধ করে ছিনতাইকারী ইমন ও রুবেল। দিপু, মন্টু, হানিফ ও আরও একজন রাস্তা পাহারা দিচ্ছিল যাতে কোনো লোক দেখে না ফেলে। এ সময় ইমন সুকুরকে সুইচগিয়ার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার কাছে থাকা সবজি কেনার ৩০ হাজার টাকা নিয়ে নেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান জানান, সুকুর হত্যাকাণ্ডে ৬ জন জড়িত ছিলেন। ৫ জনকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। বাকি এক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

মৃত সুকুরের পিতা ওয়াজউদ্দিন বলেন, সুকুরের ছোট একটি সন্তান রয়েছে। এছাড়াও তার স্ত্রী সন্তানসম্ভবা। ঘটনার রাতে সুকুর শ্বশুরবাড়ি সিরাজদিখানে ছিল। ভোরে আলু ও পেঁয়াজ কেনার জন্য শ্যামবাজারের উদ্দেশে রওনা দিয়ে খুনের শিকার হয়। আমি পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তারা দ্রুত খুনিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যারা আমার বুক খালি করেছে, আমার নাতিদের পিতৃহারা করেছে তাদের ফাঁসি চাই।

Tag
আরও খবর
যে কারণে ১৪০ ট্যাবলেট খেলেন কনস্টেবল

৩০৩ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে


রাষ্ট্রপতি চার দিনের সফরে পাবনায়

৩০৫ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে


তৃতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৪

৩২৮ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে