যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরেই জেট ইঞ্জিন চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি।সফরের আগে একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোদি বলেন, ‘আমরা এই যুদ্ধে নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে।’
মোদি বলেন, গোটা বিশ্বই ভারতের অবস্থানের বিষয়ে অবগত। এবং আমার বিশ্বাস তারা ভারতের অবস্থান বুঝতে পারছে। ভারত শান্তি চায়। এবং ভারতের এই নীতির ওপর পূর্ণ আস্থা আছে সবার। ইউক্রেন যুদ্ধের ইস্যুতে অনেকেই মনে করেন যে আমরা নিরপেক্ষ। বিষয়টা সেরকম নয়। আমরা শান্তির পক্ষে। সকল দেশের উচিত আন্তর্জাতিক আইন এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করা।
মোদি আরও বলেন, যুদ্ধ বন্ধে ভারত যথা সম্ভব ভূমিকা পালন করতে প্রস্তুত।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা শুরু করেছিল রাশিয়া। এই যুদ্ধের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মোদির।
সম্প্রতি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও মুখোমুখি বৈঠকে বসেছিলেন তিনি। ভারত অনবরত এই যুদ্ধ বন্ধের ডাক দিয়ে এসেছে। তবে আমেরিকা বা তার মিত্র দেশগুলোর মতো রাশিয়ার বিরোধিতা করেনি ভারত। বরং সূক্ষ্ম কূটনীতির মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে দিল্লি।
এরই মাঝে দেশের স্বার্থে রাশিয়ার থেকে সস্তায় জ্বালানি তেল কিনে চলেছে ভারত। অপরদিকে আবার জেলেনস্কির আবেদনে ইউক্রেনকে একাধিবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মোদি সরকার।
যদিও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চেয়েছিল, ভারত রাশিয়ার বিরুদ্ধে আরও কিছুটা সরব হবে। তবে ভারত কোনও কিছুতেই প্রভাবিত না হয়ে স্বাধীন বিদেশ নীতি অবলম্বন করে চলেছে।
৩৩১ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
৩৮৭ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৯১ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৯২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৯৭ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৩৯৭ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৪০৭ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪০৯ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে