মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১ : সেই সব দিন’ দেশজুড়ে মুক্তি পাচ্ছে ১৮ আগস্ট। এখন চলছে প্রচারণা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দেন নির্মাতা হৃদি হক।এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকী ইনাম, লিটু আনাম, সানজিদা প্রীতিসহ আট সদস্যের প্রতিনিধিদল।
‘১৯৭১ : সেই সব দিন’-এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।
সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।
৩৩০ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৮৭ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৯০ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৯২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৯৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৯৬ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪০৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪০৯ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে