মেটার আওতাধীন ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। ফলে হঠাৎ করেই ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক বন্ধ হওয়ার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনকণ্ঠকে জানাতে থাকেন ব্যবহারকারীরা।
এদিকে, বিভিন্ন মারফতে জানা যায় যে এই সমস্যা আগামী একদিন পর্যন্ত থাকতে পারে। একদিন পরেই আবার ঠিক হয়ে যাতে ফেসবুক আইডি। তবে কেউ একাধিকবার তার আইডি লগইন করার চেষ্টা করলে আইডি বাতিলও হয়ে যেতে পারে।
দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার। এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি। এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি।
৩৯ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৩ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৩ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৪ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৫৪ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৫৬ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৮০ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে