ঢাকার ধামরাইয়ে তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিক তাপপ্রবাহের কারনে সাধারণ মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখন মানবিক দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইণ নিয়ে এগিয়ে এসেছেন ক্ষুদ্র সেবা মানবিক ফাউন্ডেশন। সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার প্রায় দুই শতাধিক ভ্যান রিক্সাচালক ও সাধারণ মানুষের তৃষ্ণা মেটালেন সংগঠনটির সদস্যরা। তপ্ত রোদ ও গরমের ভিতরে ধামরাইবাসীকে একটুখানি স্বস্তির পরশ এনে দিতে এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ক্ষুদ্র সেবা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রাব্বি হোসেন সবুজ । গতকাল শুক্রবার সকাল থেকে কালামপুর কাউলিপারা ও বালিয়া আঞ্চলিক সড়কের ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। কাঠফাটা রোদ ও তীব্র গরমে ভ্যান রিক্সাচালক ও খেটে খাওয়া মানুষের কাছে এক বোতল পানি ও এক প্যাকেট স্যলাইন হয়ে উঠেছে অমুল্য সম্পদ। বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের পাশাপাশি এই গরমে হিটস্ট্রোক ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ও ছায়াযুক্ত যায়গাই অবস্থানের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
ধর্ম সম্পাদক দিপু আহমেদ,
প্রচার সম্পাদক সোহানুর রহমান, সিনিয়র সদস্য তৌহিদ সাকিল ও ক্রীড়া সম্পাদক তাওফিক আলমগীর, সিনিয়র সদস্য মনজুরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
৩৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৩ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৩ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
৫৪ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৫৪ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৫৬ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৮০ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে