টাঙ্গাইলের ধনবাড়িতে পয়োনিষ্কাশনের কূপ খননের সময় মাটি চাপায় এক যুবক নিহত । টাঙ্গাইলের ধনবাড়িতে পয়োনিষ্কাশনের কুপ খনন করতে গিয়ে মাটি চাপায় সঞ্জিত পাল (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পালপাড়ার চণ্ডী পালের ছেলে।
১৭ ডিসেম্বর রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পৌর শহরের আসিয়া হাসান মহিলা ডিগ্রি কলেজ এলাকায়। স্থানীয়রা জানান, ধনবাড়ি পৌরসভার আসিয়া হাসান মহিলা ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা আইয়ুব আলীর বাসার কূপ খননের জন্য সঞ্জিত পাল ও অপর এক শ্রমিক মিলে চুক্তি ভিত্তিক কাজ করছেন। কূপ খননের এক পর্যায়ে সঞ্জিত পাল মাটি চাপা পড়ে। এ সময় অপর শ্রমিক দ্রুত ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে তাকে দ্রুত উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে সংরক্ষিত ১'২'৩ নং ওয়ার্ডের মহিলা কমিশনার লাইলী বেগম জানান ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। ধনবাড়ি থানার অফিসার্স ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
৩৩ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১৪ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩০ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৮ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪৯ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬৫ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
২৯৭ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
৩০৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে