টাঙ্গাইলের ধনবাড়ীতে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষার ফলাফল অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে ।
১৯ অক্টোবর শনিবার সকালে সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের এ অনুষ্ঠান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানটি মেসার্স লিজা এন্টারপ্রাইজ ও ক্যাফে হাট এর সহযোগিতায়, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায়, এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ ইরশাদ আলীর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহি সদস্য (বিএনপি) সামছুজ্জামান সুরুজ , সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি মোঃ এনামুল হক সাবেক ভি.পি, সহ সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি হাফেজ মোঃ খাইরুল ইসলাম (মুন্সি) , সাংগঠনিক সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি আবু বকর সিদ্দিক লেবু , যুগ্ম সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি জাহিদুল ইসলাম মহব্বত, সাবেক ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান এবং বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু,সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি, মোঃ রফিকুল ইসলাম (স্বপন) সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ছাত্রদল ,যুবদল , সেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ গোলাম রাব্বানি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল করিম মিল্টন , এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন এর উপদেষ্টা মুহাম্মদ সোলায়মান আকন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ , শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবি ।
উল্লেখ্য ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনটি ১৬৫ জন শিক্ষক নিয়ে ২০১৮ কার্যক্রম শুরু করে। বৃত্তি প্রকল্প শুরু করে ২০২২ সাল থেকে । ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯৪ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয় মোট ১৫৩ জন। ১৫৩ জনের এর মধ্যে ট্যালেন্ট পুলে ৪০ জন এবং সাধারন বৃত্তি প্রাপ্ত ১১৩জন।
প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, এ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজনের জন্য আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।
এ সময় বক্তারা শিক্ষার মানউন্নয়নের লক্ষে ও মেধা বিকাশে সমাজের বৃত্তবানদের বৃত্তি প্রদানে আরো এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা বৃত্তির সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ বিতরণ করেন।
৩৩ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১৪ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩০ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৯ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬৫ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
২৯৭ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৩০৩ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে