প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি যেনো এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি - ধনবাড়ীতে গণসংবর্ধনায় শামসুন নাহার চাঁপা।
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা বলেছেন,
প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি যেনো এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।
ধনবাড়ীতে গণসংবর্ধনায় তিনি আরো বলেন, ‘সামনে শিক্ষার নতুন কারিকুলাম আসছে। আমরা সুশিক্ষিত হয়ে যেনো সোনার বাংলা গঠন করতে পারি এ প্রত্যাশা করছি। প্রতিমন্ত্রী এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এ জন্য আমি চির কৃতজ্ঞ থাকবো। আমার এ মন্ত্রীত্ব সারা টাঙ্গাইলসহ ধনবাড়ী ও মধুপুরবাসীর জন্য উপহার। আমাকে তাঁর দেওয়া এ দায়িত্ব আমি নিষ্ঠারসাথে পালন করার চেষ্টা করবো।
শনিবার ৮ জুন বিকালে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমান ফরিদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি বদিউজ্জামান সোহাগ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কালিহাতী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদু তালুকদার সবুজ, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, মধুপুরের সাবেক মেয়র মাসুদ পারভেজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি, স্থানীয় নেতৃ বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুধীজন প্রমুখ।
এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের শিল্পী বৃন্দের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩২ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৩ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২৯ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬৪ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
২৯৬ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩০২ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে