মধুপুরে কুড়ালিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম সমাবেশ অনুষ্ঠিত।
লিয়াকত হোসেন জনী
মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
মধুপুরে কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি পুকুর পাড়, ঈদগাহ মাঠে স্থাপিত মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জিপিএ ফাইভ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বুধবার ১ মে সকালে নূরানী তা'লিমূল কোরআন বোর্ড , চট্টগ্রাম , বাংলাদেশ এর অধীনে অংশগ্রহণ করে শতভাগ পাস সহ ৯ জন জিপিএ ফাইভ এবং ৫ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ , সম্মাননা পদক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন অধ্যাপক সিকান্দার আলী, ইউপি সদস্য আবু সাঈদ , সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর , ঈদগাহের সাধারণত সম্পাদক আব্দুস সালাম, মাদ্রাসার সাধারণ সম্পাদক প্রভাষক লিয়াকত হোসেন জনী,
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক , শিক্ষক -শিক্ষার্থী , সুধীজন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম, মৌলভী মো. আব্দুল মোতালেব।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।