জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

দিনাজপুরে হোটেল নারী শ্রমিক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

দিনাজপুরে চাঞ্চল্যকর হোটল নারী শ্রমিক জয়া বর্মণ (সুন্দরী)হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা।
রবিবার(১অক্টোবর)সকাল ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথা নিশ্চিত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম।
এ সময় পুলিশ সুপার বলেন গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০মিনিটে দিনাজপুর মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন কালুর মোড়ে টার্মিনাল ক্যান্টিনে সাউদিয়ার এক নারী শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতের কব্জি কেটে গুরুতর জখম পরে এক দুষ্কৃকৃতীকারী পালিয়ে যায় ।পরে ঐ নারী শ্রমিক জয়া বর্মণ কে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর সেখানে তার মৃত্যু হয় ।কালুর মোড় ,রাজবাটি সহ আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মোমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) আবদুল্লাহ আল মাসুম এর সমন্বিত পরিকল্পনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ  ফরিদ হোসেন ,এস আই শামীম হক,এসঅ্যাই মোঃ জুয়েল রানা,এস মোঃ মনিরুজ্জামান  ,এএসঅ্যাই মোঃ শাহ আলম এর অংশগ্রহণে অভিযান শুরু হয় ।তথা প্রযুক্তির মাধ্যমে সিসিফুটেজের মাধ্যমে আসামীকে শনাক্ত করা হয় ।আসামী পলাতক থাকায় আসামী ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১অক্টোবর ভোরে দিনাজপুর খানসামা উপজেলার পাকের হাট বাজারের মাহিন সুইট নামীয় হোটেলের ভিতর হতে দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর দামপুকুর এলাকার পালক পিতা মৃত আশরাফ আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে চান্দু(৩২)কে গ্রেফতার করা হয় ।
আসামী মোঃ তরিকুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদে জানা যায় সে এবং  নিহত জয়া বর্মণ টার্মিনাল ক্যান্টিন সাউদিয়ায় কাজ করতো এবং  সেই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে এবং  বিয়ে নিয়েও মাতনৈক তৈরী হয় ।আর এরই ধারাবাহিকতায় মোঃ তরিকুল ইসলাম ওরফে চান্দু নারী শ্রমিক জয়া বর্মণকে কুপিয়ে হত্যা করে।নিহত জয়া বর্মণ এর স্বামী সপাল রায় গত ২৮সেপ্টেম্বর  অজ্ঞাতনামা আসামীরদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ৫৭/৭৩৮ ।এই ঘটনার সাথে আরো কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সুপার জানান।আটককৃত আসামীর কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয় ।পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং কালীন উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোঃ  মোমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোঃ  আবদুল্লাহ আল মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন,দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনসহ প্রমুখ।

Tag
আরও খবর