সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীরা দূর্গা পূজোর বিজয় দশমীতে দেবী দূর্গার কপালে ও চরনে সিঁদুর দেবার পর একে অন্যের সিথিতে, কপালে গালে, হাতে সিঁদুর লাগিয়ে খেলা করতে দেখা যায় দিনাজপুর শহরের বিভিন্ন দূর্গা মন্ডবে। সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারীদের এই ঐতিহ্য একাত্মতা বোধের বহিঃপ্রকাশ ।মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদরে চাঁদের হাট দূর্গা মন্ডবে গিয়ে দেখা যায় বিবাহিত হিন্দু নারীরা দেবী দূর্গাকে সিঁদুর পরানোর পর নিজেরা একে অপরকে সিঁদুর পরিয়ে আনন্দ উল্লাস করছে।এ সময় তারা বলেন মা দূর্গা এলো আবার চলে যাচ্ছে আর যাবার বেলায় দেবীর সিঁথিতে ও চরনে সিঁদুর দেবার পর একে অন্যের সিঁথিতে সিঁদুর দেবার ও খেলার যে আনন্দ যে অনুভুতি তা ভাষায় প্রকাশ করা যাবে না।এছাড়াও স্বামীর মঙ্গল ও অশুভ শক্তির বিনাশে এই সিঁদুর খেলা বলে কেউ কেউ মন্তব্য করেন।
দুর্গাপুজো হল অশুভের বিরুদ্ধে বিজয়ের উৎসব ৷ এই পুজোর সঙ্গেই আসে সিঁদুর খেলার সুন্দর আচার ৷ বাঙালি বিবাহিত মহিলারা বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের দিন সকলে মিলে এই রেওয়াজ পালন করে থাকেন ৷ লাল রং এই শুভ উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ৷ এটি নারীত্ব, প্রেম, আকাঙ্খা ও আবেগের প্রতীক