মো:ফায়েজ উল্লাহ মাহবুব ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে যৌন হয়রানি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে এবং পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রতিরোধে দোয়ারাবাজার উপজেলায় সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ই মে ) বিকেল ৪টায় দোয়ারাবাজার থানার ০৫ নং পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর ও সাহেবেরগাঁও এলাকার মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ এর উপস্থিতিতে এসআই মোঃ মিজানুর রহমান ও এসআই মোঃ আসলাম হোসেন সংগীয় ফোর্সসহ এলাকার লোকজনের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিফ্রিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এর বলেন বিট পুলিশিং সমাবেশ চলমান থাকবে।
জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি’, মন্তব্য করে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
১৭ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
২২ দিন ৪০ মিনিট আগে
২২ দিন ৫৮ মিনিট আগে
২২ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২০৩ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
২০৪ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
২০৪ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে