নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

স্বাধীনতার ৫৩ বছরেও পাকা হয়নি দোয়ারাবাজারের পালকাপন-রাজারগাঁও সড়ক

 সুনামগঞ্জের দেয়ারাবাজার উপজেলার শষ্য ভান্ডারখ্যাত পালকাপন-রাজারগাঁও গ্রামের একমাত্র প্রধান সড়কটি স্বাধীনতার ৫৩ বছরেও পাকা বা সংস্কারের উদ্যোগ নেইনি কেউ। আধা কিলোমিটার সড়ক পাকা করণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অবস্থিত পালকাপন ও রাজারগাঁও আম। যেখানে কয়েক হাজার লোকের বসবাস উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা পাকা বা প্রতিবছর কম বেশি সংস্কার করা হয়। কিন্তু এ সড়কটির দিকে নজর দেয়নি কেউ। বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে কাদা আর কাদা। যানবাহনতো দুরের কথা লোকজনের হেটে চলাচল কঠিন হয়ে পড়ে। অসংখ্য লোকের যাতায়ত এ সড়কে। চলাচল করে বিভিন্ন বাহন। স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা বেশি দুর্ভোগের শিকার হয়।


গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি উন্নয়নের ছোয়া না লাগায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন।


স্থানীয়দের চলাচলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দিন দিন বাড়ছে দুর্ভোগ। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,


রাজারগাঁও মোড় হতে পালকাপন জামে মসজিদ পর্যন্ত আধা কিলোমিটার সড়ক বেশ জনগুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ ও হাট বাজারে ও চাষকৃত ফসল পরিবহনের জন্য কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। কাদাযুক্ত গর্তে ঘটছে দুর্ঘটনা। হালকা বৃষ্টি হওয়ায় দূর্ভোগ আরোও বেশি বেড়ে যায় কাদায় তলিয়ে যায় কোমর পর্যন্ত। এই রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, যেখানে পালকাপন


রাজারগাঁও এলাকার বাসিন্দাগন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ১০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাওয়া সম্ভব হতো, সেখানে রুণী নিয়ে উল্টো পথে বাংলাবাজার হয়ে অতিরিক্ত আরও ৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। স্বাধীনতার ৫৩ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন সাধিত হলেও শয্য ভাণ্ডারখ্যাত এই এলাকার আধা কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় এমন দুর্ভোগে স্থানীয় জনপ্রতিনিধিদের উপর ক্ষুব্ধ এলাকার মানুষজন।

বলেন, ছোটবেলা থেকেই সড়কের এই অবস্থা দেখে আসছি। 


সড়কটি অত্যন্ত জনগুত্বপূর্ণ হলেও এখন দুর্ভোগের অন্ত নেই। এখানে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। শিক্ষার্থী শেখ ফরিদ বলেন, শুধু সড়কটির জন্য বর্তমানে আমরা চরম বেকায়দায় পড়ে আছি। সড়ক দিয়ে কোন প্রকার গাড়ি নিয়ে চলাচলের উপায় নাই। পায়ে হেঁটে যাওয়া কঠিন। কেবল মাত্র আধা কিলোমিটার ওই সড়ক এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।


বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, এটা


এলজিএইডির রাস্তা। আসড়কটি পাকা করনের জন্য । দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বলেন, উপজেলা পরিষদে পর্যাপ্ত বাজেট না থাকায় পালকাপন ও রাজারগাঁও গ্রামের সড়কটির কাজ করা সম্ভব হচ্ছেনা। স্থানীয় জনপ্রতিনিধিগন আমাকে বিষয়টি অবগত করলে পাকা করনের লক্ষে এমপি মহোদয়ের সাথে আলোচনা করব।

আরও খবর
দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্য।

১৭ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে




দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

২২ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে





ভারতে পাচারকৃত ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ ।

২০৪ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে