উপজেলার বাংলাবাজারে অসহনীয় পর্যায়ে লোড শেডিং চলায় সোমবার এলাকার সচেতন সমাজের পক্ষ থেকে কয়েকজন বাংলাবাজার সাব স্টেশনে গিয়ে এভাবে লোডশেডিং হবার কারণ জানতে চাইলে,
সেখানকার কর্মরত অফিসার ইনচার্জ জানান, বর্তমানে লোড শেডিং শুধু আমাদের এলাকাতেই হচ্ছেনা সারা দেশেই হচ্ছে এবং এটার কারণে হলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া।
বিভিন্ন কারণে জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না যার কারণে অন্যান্য এলাকার পাশাপাশি আমাদের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। এছাড়াও বাংলাবাজার বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্রে বাজার সহ এলাকা গুলোর চাহিদা হচ্ছে ৭ মেগাওয়াট। কিন্তু আমরা বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায়,সারা বাংলাদেশে গড় হিসাব করে পায় ২-৩ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় অতিরিক্ত লোডশেডিং হুচ্ছে।
তবে উনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই জাতীয় গ্রিড এই সমস্যা কাটিয়ে উঠবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
উনার কাছে তাদের আরও একটি প্রশ্ন ছিল আমরা অনেক সময় আপনাদের কাছ থেকে ইমার্জেন্সি সাপোর্ট পাইনা যেমন কোথাও একটা লাইন ছিড়ে গেলো এটার মেরামত দ্রুত করা দরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ১/২ পর্যন্তও অপেক্ষা করতে হয় আমরা কেন সেই জায়গায় আপনাদের কাছ থেকে দ্রুত বা কম সময়ের মধ্যেই সেবা পাচ্ছিনা।
ওনি বলেন, অফিসে উনাদের লোক বলের অভাব।
যে জায়গায় কমপক্ষে ১৫-২০ জন লোকবল থাকার দরকার সেখানে উনারা মাত্র ৭ জনে কাজ চালাচ্ছেন।
উনারা লোকবলের জন্য আবেদন করার পরেও লোকবল পাচ্ছেন না ৭ জনের বেশি নাকি দেয়ার নিয়ম নেই।
দ্রুত এবং মান-সম্পন্ন সেবা দিতে না পারার জন্য উনি আরও একটি কারণ দেখালেন সেটা হচ্ছে নিম্ন মানের যন্ত্রপাতির ব্যবহার সেই সাথে সার্ভিস দেয়ার জন্য লক্কর-ঝক্কর যাতায়াত মাধ্যম (মোটরসাইকেল) দিয়ে কাজ করা।
নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে উনারা সুযোগ থাকার পরেও আমাদেরকে উন্নত সেবা দিতে পারছেন না।
১৫ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
২০২ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০২ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
২০২ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে